জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ইলশা গ্রামে অগ্নিদুর্গত আট পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। সোমবার বিকালে নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পক্ষে প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্গতদের মাঝে এসব অনুদান প্রদান করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, আব্দুর রশিদ, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ নয়ন, বিলকিছ বেগম, মৌলানা আবছার, মো. ওবাইদুল হক, মো. আবু ছাদেক, মো. জসিম উদ্দিন। তাদের প্রত্যেকের পরিবারকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩নং খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অাবু সিদ্দিক অাবু, ডা. মহিউদ্দিন, জহির উদ্দিন বাবর, ইমরানুল ইসলাম, মাঈনুদ্দীন হাসান, অাব্দুল্লাহ অাল হাসান রিপন, মনিরুল ইসলাম, মিনহাজ উদ্দিন মিনার প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন