জনপদ ডেস্কঃ প্রতিষ্টার পর থেকে আর্তমানবতার পাশে হাসিমুখ ফাউন্ডেশন। কখনও শিক্ষায়, কখনও আর্তমানবতায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এ ফাউন্ডেশন। বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নে অবস্থিত 'আহলে বাইতে রাসূল (সাঃ) আদর্শ মাদরাসা'র ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হাসিমুখ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২৪ মে) হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীর সাধনপুরে বৈলগাঁও এলাকায় অবস্থিত আহলে বাইতে রাসূল (সাঃ) আদর্শ মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কাজী শাহরিয়ার জানান, 'শেষ দশ রমজানের জন্যে মাদ্রাসা পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) ক্ষুদে শিক্ষার্থীদের ইফতারের করুণ দশা হাসিমুখ ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এলে এই উদ্যোগ নেয়া হয়।'
হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সহযোগী মুহাম্মদ সাহাব উদ্দীন ফাউন্ডেশনের পক্ষে মাদরাসা পরিচালকের নিকট ইফতার সামগ্রীর বিভিন্ন উপাদান হাদীয়া হিসেবে প্রদান করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন