মো. আবদুস সবুর, বিশেষ প্রতিনিধি: আজ বুধবার ১৯ সেপ্টেম্বর। বীর মুক্তিযোদ্ধা এম.এ.রশিদ (এল,এম,জি রশিদ) সাহেবের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানিগ্রামেই জন্মগ্রহণ করেন। বিগত ২০১২ সালের ১৯ সেপ্টেম্ব তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকে ভারত থেকে গেরিলা প্রশিক্ষণ শেষে সহযোদ্ধাদের নিয়ে পুনরায় নিজ মাতৃ ভূমিতে ফিরে বিভিন্ন স্হানে বীরত্বের সাথে গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেন। যুদ্ধের সময় তিনি দক্ষতার সাথে এল,এমজি পরিচালনা করতেন, তখন থেকে তাঁর সহযোদ্ধারা তাঁকে এল, এমজি রশিদ নামে ডাকতেন। সেই থেকে তিনি এল,এমজি রশিদ নামে বেশী পরিচিত। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বাঁশখালী উপজেলা কমান্ড এর দায়িত্ব পালন করেন। এ'ছাড়াও বাঁশখালী ডিগ্রী কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য ছিলেন। মরহুমের মৃত্যু বার্ষীকি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বাদে আছর খতমে কোর-আন, দুঃস্থ ও এতিমদের আপ্যায়ণের ব্যবস্থা গ্রহণ এবং সর্বশেষে মরহুমের কবর জেয়ারত করা হবে।
বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন