বাঁশখালীজনপদ ডেস্ক: হেফাজত আমীর আল্লামা আহমদ শফী এর নির্দেশে বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদরাসা পরিদর্শনে আসেন হাটহাজারী মাদরাসার বিশেষ একটি টিম।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান ও বাঁশখালী জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদরাসার নব নিযুক্ত প্রধান পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী'র নির্দেশে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জলদী বড় মাদরাসা পরিদর্শন আসেন দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ সহ হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদরাসার সহকারী নাজেমে তালীমাত মাওলানা আনাছ মাদানী, হেফাজত আমীরের একান্ত সচিব মাওলানা মুহাম্মদ শফী।
এদিকে মাদরাসার মোহতামিম আল্লামা আহমদ শফীর বিশেষ একটি টিম মাদরাসার লেখা পড়ার মান উন্নয়ন বিষয় নিয়ে জরুরী আলোচনা মাদরাসার ছাত্র ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্টিত হয়।এতে মাদরাসার লেখা পড়ার মান উন্নয়নের লক্ষে নব নিযুক্ত পরিচালক আল্লামা শাহ আহমদ শফি নতুন ৭ জন শিক্ষক নিয়োগ প্রদান করেন। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের জিলহজ্ব মাসের বেতন ভাতা প্রদান করা হয়। পরে মাদরাসার দাওরায়ে হাদীসের ছাত্র-ছাত্রীদের বুখারী শরীফের ছবক প্রদান ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করেন।
এ সময় মাদরাসার প্রতিষ্টাতা পরিচালকের পুত্র মাওলানা ছাবের আহমদ, মাওলানা আব্দুর রহমান বিন আব্দুস সোবহান, কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন