বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
বাঁশখালী জনপদ ডেস্ক: "রক্তের গ্রুপ জেনে নিন, মানব সেবায় রক্ত দিন" প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের সহযোগিতায় শনিবার বাঁশখালী উপজেলার মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে অভিযাত্রিক বাঁশখালী ব্লাড ব্যাংক শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মোক্তার হোসেন। 

অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং প্রোগ্রামে মোট সাড়ে তিনশত শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেওয়ার পাশাপাশি মানব সেবায় রক্তদানের ব্যাপারেও তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচিটি সফল ও স্বার্থক করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে কলেজ প্রাঙ্গণে একটি পরামর্শ বৈঠক করা হয়। পরামর্শ বৈঠকে বক্তারা বলেন, এমন একটি উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে নিঃস্বার্থভাবে মানব সেবায় এগিয়ে আসার জন্য অভিযাত্রিক ব্লাড ব্যাংক বাঁশখালী শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা ভবিষ্যতেও মানব সেবা মূলক যে কোন উদ্যোগে অভিযাত্রিক এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.