বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

ইসলামী যুব আন্দোলন বাঁশখালী পৌরসভার কমিটি গঠন: সভাপতি কলিম সম্পাদক মনিরুল

বাঁশখালী জনপদ ডেস্ক: বাঁশখালী পৌরসভাস্থ বাইতুল আমান মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সোমবার আয়োজিত এক দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক বৃন্দ বলেন- সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংসহ সকল প্রকার অন্যায় ও অভিচারের বিরুদ্ধে সদা সোচ্চার থাকবে  আমাদের যুব সমাজ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরশাখার সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক এম. মোবারক হোছাইন আসিফ, প্রধান আলোচকের বক্তব্য রাখেন যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম.ফয়জুল্লাহ, প্রোগ্রাম বাস্তবায়ন সচিব ও যুব আন্দোলন-এর দপ্তর সম্পাদক কাজী আবেদুর রহমানের সঞ্চালনায় কুরান তেলাওয়তের মাধ্যমে শুরু হওয়া দাওয়াতি সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক ও যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. আমান উল্লাহ হাসান।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল মাও. ইমরান, মাও. মনিরুল ইসলাম, মাও. কলিম উল্লাহ, ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা’র সহ সভাপতি ছাত্রনেতা মু.আব্বাস উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।

সভার শেষে বাঁশখালী পৌরসভার কমিটির জন্য সাবেক ছাত্রনেতা মু. কলিম উল্লাহকে সভাপতি, মুহা. জসিম উদ্দীনকে সহ: সভাপতি, মু. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.