বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

প্রিয় বাঁশখালী রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

বাঁশখালী জনপদ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত প্রিয় বাঁশখালী রচনা প্রতিযোগিতা ২০১৮ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ক ও খ গ্রুপে ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ সা.’ এবং ‘আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সা. এর ভূমিকা’ শিরোনামে পৃথক পৃথক রচনা প্রতিযোগিতায় উভয় গ্রুপে ৮ জন করে মোট ১৬ জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হবে।

যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতেছেন তারা হলেন- ক গ্রুপ : আরফা আক্তার (১ম স্থান), পুঁইছড়ি ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়; সাদিয়া সুলতানা নিশাত (২য়), বাহারচরা রত্মপুর উচ্চ বিদ্যালয়; আব্দুল্লাহ আল ফাহিম (৩য়), পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা; মুহাম্মদ জোনাইদ (৪র্থ), চাম্বল উচ্চ বিদ্যালয়; ফারজানা আকতার লিজা (৫ম), পুঁইছড়ি ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়; সাদিয়া আফরিন ইবনাদ (৬ষ্ঠ), পুঁইছড়ি ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়; ইসলামুল হক তুষার (৭ম), আহমদিয়া ডলমপীর রহ. ফাজিল মাদরাসা; জান্নাতুন নাঈম (৮ম), জলদী হোসাইনিয়া কামিল মাদরাসা।

খ গ্রুপে যারা পুরস্কার জিতেছেন তারা হলেন : মোহাম্মদ নেজাম উদ্দিন (১ম স্থান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মুহাম্মদ হেলাল উদ্দীন (২য়), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ খোরশেদুল হক (৩য়), সরকারি সিটি কলেজ; মোহাম্মদ কুতুব উদ্দিন ছোটন (৪র্থ), জাতীয় বিশ্ববিদ্যালয়; শাহাদাত কবির আবতাহী (৫ম), মাস্টার নজির আহমদ কলেজ; হেফাজুল ইসলাম (৬ষ্ঠ), সরকারি সিটি কলেজ; মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী (৭ম), চট্টগ্রাম সরকারি কলেজ; সাবিনা ইয়াসমিন (৮ম), চট্টগ্রাম সরকারি কলেজ।

পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগিদের আগামী ১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবারের মধ্যে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্তির স্থান : গলুই প্রকাশন, মাহমুদ কমপ্লেক্স (২য় তলা), নজির আহমদ চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মোবাইল : ০১৮২৭ ৭১০১৯৬, ০১৯৩২ ৫৪০৫৫২।

-প্রেস বিজ্ঞপ্তি    

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.