বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে আলহাজ্ব আব্দুল মাবুদ ফাউন্ডেশন কার্যালয়ে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছরের ন্যায় এবছরও বৃত্তি পরীক্ষা লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের সমন্বয়ক মাষ্টার শফিকুর রহমান এর সঞ্চালনায় এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ও ফাউন্ডেশনের সদস্য আমিরুল কবির সিকদার, পকুরিয়া ইউপি সদস্য আমজাদ হোসেন, যুবলীগ নেতা সন্জিত বডুয়া, ইকবাল হোসাইন, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদ, ফরহাদ উদ্দীন, মো. সোহেল, দাউদ মানিক, জিয়াউদ্দীন আরিফ, শামীম উদ্দীন, মনসুর আলম, মিজান উদ্দীন, সাজ্জাদ মোহাম্মদ শাওন প্রমুখ।
সভায় সকলের সম্মতিতে আলহাজ্ব আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন এর মেধা বৃত্তিপরিক্ষা আগামী ১৭ ডিসেম্বর'১৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রেস-বিজ্ঞপ্তী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন