বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

আনোয়ারার অালোচিত চিংড়ি বরকে ৩ লক্ষ টাকা জরিমানা নববধুকে তুলে নেওয়ার মুচলেকা


ডেস্ক রিপোর্ট: বিয়ে হলো সমাজস্বীকৃত বৈধপন্থায় নারী ও পুরুষের ব্যাচলর জিবনের পরিসমাপ্তির মাধ্যম। বিয়ের প্রচলিত সংস্কৃতিতে বরপক্ষ কনে পক্ষ থেকে ভোজনের (বৈরাত) খেয়ে থাকে। যদিওবা তা শরীয়তসম্মত নয়। এতে আবার খাবারের আইটেম আগেবাগে জানিয়ে দেওয়া হয়। সংস্কৃতির অাড়ালে এই যেন অপসংস্কৃতি। তেমনি সম্প্রতি আনোয়ারার বহু আলোচিত-সমালোচিত বিবাহ অনুষ্ঠানে বরের টেবিলে চিংড়ি মাছ না পাওয়ায় বরের বিবাহ বিচ্ছেদ ঘটনার অবশেষে সমাধান মিলেছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম. এ মন্নান চৌধুরী ও শাহাদাত হোসেন চৌধুরী সহ সমাজের মান্য-গণ্য ব্যক্তির উপস্থিতে সালিশি বৈঠকের মাধ্যমে বরকে ৩ লক্ষ টাকা জরিমানা করে। এই টাকা দিয়ে আগামী শুক্রবার কনে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়।

সূত্রে জানা যায় বিবাহ অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলতা করা, বিবাহ বিচ্ছিন্ন করায় বরকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। কনেকে ভবিষ্যতে কোনোরকম অত্যাচার করতে পারবেনা বর এবং তার পরিবার এই সিদ্ধান্তে একটি মুচলেকা নেয়া হয়। আগামী বৃহস্পতিবারের মধ্যে মেয়ের একাউন্টে ৩ লক্ষ টাকা প্রদান করে শুক্রবার মেয়েকে ঘরে নিয়ে যেতে হবে বরকে। দেওয়া টাকা কোনো দিন মেয়ে থেকে দাবী করতে পারবে না, মেয়ে স্ব-ইচ্ছায় টাকা দিলে গ্রহণ করতে পারবে বর। এছাড়া আগের কাবিননামা অনুযাযী ৭ লাখ টাকা দেনমোহর ও স্বর্ণালংকার বাবদ ৮০ হাজার টাকা উসুলের সিদ্ধান্ত বলবৎ থাকবে। বিবাহ অনুষ্ঠানে বর আলমগীরের খারাপ আচরণ করায় মেয়ের বাবা আর আত্মীয়স্বজন থেকে মাফ চান এবং ভবিষ্যতে এইরকম উচ্ছৃঙ্খল আচরণ আর করবেন না বলে জানান তিনি। 

প্রসঙ্গত, গত ২৭ শে সেপ্টম্বর ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের ৮নং খুরুস্কুল গ্রামের হাজী নতুন বাড়ীর আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ আলমগীর (৩১) সাথে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের দিন ধার্য্য করে বটতলী বাজারের আলভী ম্যারেজ গার্ডেনে বিবাহ অনুষ্ঠান হয়। এই সময় বরের টেবিলে মুরগীর রোস্ট, খোরমাসহ নানা উপাদেয় আইটেম দেওয়া হলেও চিংড়ি মাছ না দেওয়ায় বর ক্ষিপ্ত হয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেন। এই সময় বিবাহ বিচ্ছিন্ন হয়ে বরকে মেয়ে তুলে দেয়নি কনের বাবা। দুই পক্ষের একটি সমাধানে আনার জন্য সোমবারে এই সালিশি বৈঠক করেন।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.