বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী হিফজুল কুরআন ও বাইতুল আমান শিশু নিবাস এর বার্ষিক মাহফিল শনিবার

বাঁশখালী হিফজুল কুরআন ও বাইতুল আমান শিশু নিবাস এর বার্ষিক মাহফিল শনিবার

বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাস্থ দক্ষিণ জলদী হিফ্জুল কুরআন আদর্শ মাদরাসা ও বাইতুল আমান শিশুনিবাস এর ১ম বার্ষিক ওয়াজ মাহ্ফিল মাহ্ফিল পরিচালনা কমিটির উদ্যোগে  মাদরাসা প্রাঙ্গনে আগামী  শনিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল জলিল, রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীম ছিদ্দিক ফারুকী।

এতে মুল্যবান নসিহত পরিবেশন করবেন চট্টগ্রামের পটিয়া জামেয়া জিরি মাদরাসার পরিচালক আল্লামা তৈয়্যব শাহ্, শোলকবহর জামেয়া মাদানীয়ার প্রধান মুহাদ্দিস আল্লামা আহমদ গণি, মাওলানা দেলোয়ার হোসেন মোমিনপুরী ঢাকা, চট্টগ্রাম পতেঙ্গা আলিয়া মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, হিফজুল কুরআন আদর্শ মাদরাসা ও বাইতুল আমান শিশুনিবাসের প্রধান শিক্ষক ও কাহারঘোনা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাফর আহমদ ছাদেক্বী।

মাদরাসার প্রতিষ্টাতা ও পরিচালক, বাঁশখালী হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড এজেন্ট এর স্বত্বাধিকারী আমীরুল হাজ্জাজ মাওলানা আমান উল্লাহ সর্বস্তরের সকল দ্বীনি ভাইদেরকে সবান্ধবে মাহফিলে আসার জন্য বিনীত অনুরোধ জানান।

যাতায়ত: বাঁশখালী প্রধান সড়ক সংলগ্ন জিএস প্লাজা মার্কেট এর দক্ষিণ পার্শ্বে বাঁশখালী  থানার পশ্চিমে আস্করিয়া রোড সংলগ্ন মাওলানা আমান উল্লাহ ভবন।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.