নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে বাহাড়ছড়া ইউনিয়নের বশিরুল্লাহ্ মিয়াজী বাজার এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনীর শিকার হয় ৩ ছাগল ব্যবসায়ী। পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকাল সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, আহত যুবক মুহাম্মদ জনি (৩১) বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের চেরাং বাড়ী গ্রামের শাহ্ মিয়ার ছেলে, সোহেল (৩২), পটিয়া থানার বড়লিয়া ইউনিয়নের উখিরনাড়া গ্রামের নোয়া মিয়ার ছেলে, হৃদয় হরণ (১৯) পটিয়া থানার বড়লিয়া ইউনিয়নের একই গ্রামের ছফির আহমদের ছেলে।
তাদের সাথে কথা বলে জানা যায়, মূলত তারা ছাগল ব্যবসায়ী। বাঁশখালীর বাহারছড়ায় ছাগল ক্রয় করার জন্য পটিয়ার শান্তির হাট এলাকার ছাগল ব্যবসায়ী মনজুর আলমসহ তারা ৪ জন সিএনজি করে বশির উল্লাহ্ মিয়াজি বাজারে এলেই ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেন স্থানীয়রা।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জানান, এরা ছেলেধরা নয়। এরা মূলত ছাগল ব্যবসায়ী। ছাগল ক্রয় করার জন্য তারা সকালে বাহাড়ছড়া ইউনিয়নের বশিরুল্লাহ মিয়াজীর বাজারে আসেন। স্থানীয়রা তাদেরকে ছেলেধরা সন্দেহ করে মারধর করে। পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ সেখান থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন