জনপদ ডেস্কঃ দ্বিতীয়বারের মত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান সি আইপি।
উল্লেখ্য, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ব্যবসা এবং কর্পোরেট খাতে প্রতিনিধিত্বকারী শিল্প নেতৃত্বপ্রদানকারী একটি শিল্প পরিচালিত সংস্থা। ১৯৫৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কৌশলগত অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের প্রচারক এবং প্রধান প্রবক্তা হিসেবে কাজ করে থাকেন।
বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে রয়েছে মুজিবুর রহমান সিআইপির স্বতঃস্পূর্ত বিচরণ। মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিভিন্ন সময় অসময়ে দরিদ্র ও অজপাড়াগায়ে সেবার হাতকে করেছেন প্রসস্থ। অভ্যন্তরিণ সড়ক উন্নয়ন, পানীয়জলের সংকট দূরীকরণে নলকুপ স্থাপন, বিভিন্ন স্কুল-মাদ্রাসায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, রমজানে বাঁশখালীস্থ মসজিদ-মাদরাসায় পুরোমাসের ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অার্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছেন এই মানুষটি। বাঁশখালী জনপদকে একটি মডেল জনপদের স্বপ্ন লালন করে সামগ্রীক উন্নয়নে নিজেকে করেছেন সম্পৃক্ত।
এদিকে তিনি দ্বিতীয়বারের মত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর ডিরেক্টর নির্বাচিত হওয়ায় 'প্রিয় বাঁশখালী' ও হাসিমুখ ফাউন্ডেশনসহ বাঁশখালীর বিভিন্ন সংগঠন, বিশেষ মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন