শিব্বির আহমদ রানা: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তেই ১১ বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
শুক্রবার (১৩ জুন) রাত ১ টা ৪০ মিনিটের সময় শীলকূপের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস দ্রুত সময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মৃত আলী আকবরের পুত্র আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেন এর স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের পুত্র নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির পুত্র মনির উদ্দিন ও নুর মোহাম্মদ, মো. হোছাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মো. হোসনের পুত্র মো. শাকিল, নুরুল আলমের মেয়ে কহিনুর।
আবুল কালাম বাবুল মাঝির বসতঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ কেজি করে চাউল ও দুটি করে কম্বল বিতরণ করেন। পরে আর্থিকভাবে সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, 'অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন