বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

পশ্চিম মনকিচর আল-আমিন সংস্থার ইফতার মাহ্ফিল সম্পন্ন

জনপদ ডেস্কঃ বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর আল-আমিন সংস্থার উদ্যোগে ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে হযরত মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে পশ্চিম মনকিচর ইজ্জত আলী জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।

আল-আমিন সংস্থার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন ও অর্থ সম্পাদক এইচ এম নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন, হযরত মাওলানা বেলাল উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ফরিদ আহমদ কোম্পানী, ইউপি সদস্য জাফর আহমদ। মাহ্ফিলের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, সংগঠনের সভাপতি এ কে আর তালেব ও সহ-সভাপতি মুহাম্মদ সেলিম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। ইফতার পূর্ববর্তী দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল সম্পন্ন হয়েছে।

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.