শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি এর সদস্য আব্দুর রহিম বলেন, 'রাসূলের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কোটি কোটি মানুষ পথের দিশা পেয়েছে। তিনি তাঁর গোটা জীবন বিলিয়ে দিয়েছেন মানুষ, মানবতার কল্যাণে। তাঁকে কেউ আঘাত করার অপচেষ্টা করলে কোটি প্রাণ জ্বলে ওঠে তাঁর ভালোবাসায়। মুষ্টিবদ্ধ হয় শতকোটি বিশ্বাসী মানুষের হাত। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে গোটা বিশ্ব। ঘৃণায় ভেসে যায় তাঁর বিরুদ্ধবাদীর নাম নিশানা। ইতিহাসের সাক্ষী এটাই। আমরা মুহাম্মদের জীবনী দিয়ে নিজেদের জীবনকে আলোকিত করতে মূলত এ উদ্যোগটি গ্রহণ করি।'
সংগঠনের আরেকজন সদস্য মুজিবুল হক বলেন, 'রাসূলের ভালোবাসার জায়গা থেকেই ফ্রি সিরাতগ্রন্থ বিতরণের উদ্যোগ নিয়েছে 'শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি টীম'।আমরা আমাদের অবস্থান থেকে নবীজীর জীবনী পৌঁছে দিতে চাই মানুষের কাছে। কেউ একজনও যদি রাসূলের আলোকোজ্জ্বল জীবনধারা থেকে আলোর সন্ধান লাভ করে তবেই আমরা সফল। ইতোমধ্যে আমরা চারশতাধিক সিরাতগ্রন্থ সর্বস্তরের পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি। অনেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।'
'শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি'র উদ্যোগে মানুষের ধারে ধারে ফেরি করে সিরাতগ্রন্থ বিতরণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন- রুকন উদ্দিন, সাখাওয়াত হোসেন আসিফ, আবুল কাশেম সিকদার, মাহমুদুল হাসান সহ সংগঠনের একঝাঁক নবীপ্রেমী তরুণ সমাজ। বিতরণকৃত সিরাতগ্রন্থেরর মধ্যে রয়েছে
মাসুদ শরীফ অনুবাদিত, ড. হিশাম আল-ওয়াদি'র লেখা "বি স্মার্ট উইথ মুহাম্মদ সঃ" এবং বাঁশখালীর কৃতিসন্তান ফারুক আজম অনুবাদিত ড. সালমান আল আওদা এর লেখা "মা আল মুস্তফা" সিরাতে রাসূলের সুরভিত পাঠ নামক দুটি সিরাতগ্রন্থ।
শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি'র সদস্যরা ইতোমধ্যে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে ফ্রি ব্লাডগ্রুফ নির্ণয়, ফ্রি খৎনা, শীতবস্ত্র বিতরণ, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি কল্যাণমূলক শিক্ষা সেমিনার সহ নানা মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করেন। সমাজকে বদলে দিতে, সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশের সেতুবন্ধন স্থাপন করতে, সকল কিছুর উর্ধ্বে মানবতাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবে 'শিলকূপ ইয়্যুথ ওয়েলফেয়ার এ্যসেম্বলি' এমনটাই তাদের বক্তব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন