বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে হেফাজত আমীর আল্লামা বাবুনগরী


ধর্মীয় মাহফিলগুলোতে অন্যায় হস্তক্ষেপ মেনে নেয়া যায়না

জনপদ ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আজ দেশের মাহফিলগুলোতে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। শীতের মৌসুমে সারা দেশে দ্বীনি মাহফিলগুলো অনুষ্ঠিত হয়। এখানে কোন উচ্ছৃংখলতা নেই। মাহফিলগুলোতে সরকারী হস্তক্ষেপ মেনে নেয়া যায়না। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের সন্ত্রাস নৈরাজ্যের কোন স্থান নেই। সরকার আরো একশত বছর ক্ষমতায় থাকলেও আমাদের সমস্যা নেই। কিন্তু ইসলাম ও মুসলমানদের উপর আঘাত করার চেষ্টা করলে আমরা ছেড়ে দেবনা। ইসলামের উপর আঘাত করে শুধু সরকার কেন কোন ক্ষমতাধর শক্তিই ঠিকতে পারেনি। তিনি আরো বলেন, আমাদের সমস্যা নাস্তিক মুরতাদ বেঈমানদের নিয়ে। আমাদের যুদ্ধ ও সংগ্রাম আল্লাহ ও রাসুল (সা:) এর দুশমনদের বিরুদ্ধে। গতকাল (২৫ ডিসেম্বর) শুক্রবার রাতে বাঁশখালীর ভাদালিয়া হারুন বাজার সংলগ্ন কানুনগোখীল আল্লামা আবুল কালাম রহ. ইয়াং সোইটির উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী উপরোক্ত কথা বলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাঁশখালী প্রেসকাবের সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী ও আমীরে হেফাজতের একান্ত সহকারী মাওলানা ইনআমুল হাছান ফারুকী। বয়ান পেশ করেন, মনকিচর মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মাওলানা শাহ আবু বকর, সাতকানিয়ার মাওলানা আবদুল্লাহ আল মারুফ, কৈয়গ্রাম মাদরাসার মাওলানা নুরুল আমিন আনসারী, মাওলানা মুফতি কলিম উল্লাহ, মাওলানা ফিরোজ উদ্দিন নছিমী, মাওলানা আবদুল্লাহ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা মনসুর, মাওলানা আনসার উদ্দিন প্রমুখ।

মাহফিলে আল্লামা জুনাইদ বাবুনগরী আরো বলেন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলামের মাঝে কোন দলাদলি নেই। আওয়ামীলীগ বিএনপি সকলে ভাই ভাই। তাইতো মসজিদে আওয়ামীলীগ বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে দাড়ায়। একজন আরেকজনের সাথে আত্মীয়তা রয়েছে। তাছাড়া কবরে হাশরে কোন জায়গায় দলাদলি চলবে না। আল্লামা বাবুনগরী বলেন, আমার কোন শত্রæ নেই। আমি ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে আল্লাহ এবং রাসুলের পক্ষে কথা বলি এটাই আমার অপরাধ। জেল খেটেছি, রিমান্ডেও নেয়া হয়েছিল। এসব হুমকি ধমকি কিংবা মামলা মোকদ্দমায় আমি ভয় পাইনা। প্রয়োজনে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে হুশিয়ারী উচ্চারণ করেন আল্লামা বাবুনগরী। তিনি বলেন, দুনিয়া আখেরাতে সব জায়গায় মানুষ ২ ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহ ও রাসুলের পক্ষে আরেকভাগ আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে। আল্লাহ ও রাসুলের আশেক ইমানদারদের জন্য জান্নাত আর আল্লাহ ও রাসুলের দুশমন বেঈমানদের জন্য জাহান্নাম। এছাড়া অন্য কোন রাস্তা ও পথ খোলা নেই। হয়তো জান্নাতি নয়তো জাহান্নামি। তিনি সবাইকে আল্লাহ ও রাসুলের পক্ষে দ্বীন ও ইসলামের পক্ষে থাকার আহবান জানান।

আল্লামা বাবুনগরী রাত ১০ টার দিকে বাঁশখালী পৌছেন এবং সাড়ে ১০টা থেকে ১২ টা পযর্ন্ত দেড় ঘন্টা আলোচনা করেন। রাতেই আল্লামা বাবুনগরী বাঁশখালী ত্যাগ করেন।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.