শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুটির মামা ক্বাজী মুহিব উল্লাহ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়াখালী আব্দু রশিদ মেম্বারের বাড়ীর ঢুবাই প্রবাসী ফারুখ আজমের পুত্র।
নিহতের মামা ক্বাজী মহিব উল্লাহ্ জানান, 'আজ সকালে বাড়ির পেছনের পুকুরে সবার অগোচরে পড়ে যায় শিশু আবরার। পরে খোঁজাখুঁজি করলে তার মা পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।'
জানা যায়, শিশুর পিতা দীর্ঘসময় ধরে ঢুবাইতে প্রবাসে থাকেন। সেখানে তার মাসহ তারা থাকতেন। কয়েকদিন আগে তারা স্বপরিবারে দেশে এসে তাদের ঢাকার বাসায় অবস্থান করেন। কোরবানী উপলক্ষে গতকাল তারা সবাই গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে পুকুরে পড়ে শিশু আবরারের মৃত্যু ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন