বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শিলকুপ জ্ঞানোদয় বিহারে উপোসথিক সংঘদান অনুষ্ঠিত

শিলকুপ জ্ঞানোদয় বিহারে উপোসথিক সংঘদান অনুষ্ঠিত


বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী  প্রাচীনতম বৌদ্ধ মন্দির শিলকূপ জ্ঞানোদয় বিহারে বিহার পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (৩১ আগস্ট) ভূতপূর্ব অধ্যক্ষ সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাথের, বিণয়াচার্য ধর্মকীর্ত্তি মহাথের ও পন্ডিত শান্তিপ্রিয় মহাথের, পরম কল্যাণমিত্র উপ-সংঘরাজ পরিয়ত্তি বিশারদ সুবোধ রত্ন মহাথের সহ বিহারের প্রয়াত দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের স্মরণে অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীলকূপ জ্ঞানোদয় বিহারের উপোসথিক সংঘদানে সভাপতিত্ব করেন ধর্মপাল মহাথের। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন রাহুলপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন প্রজ্ঞানন্দ মহাথের, আলোচক তিলোকানন্দ মহাথের, দেবমিত্র মহাথের, মৈত্রীজিত মহাথের, সিনিয়র শিক্ষক সুব্রত বড়ুয়া, সিনিয়র শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, প্র.শি. রাহুল বড়ুয়া, সমাজসেবক ভূপাল বড়ুয়া, সাংবাদিক কল্যান বড়ুয়া, প্র.শি. হিতোষময় বড়ুয়া সহ প্র.শি.(অব:) বগলা ভূষণ বড়ুয়া, প্র.শি. অনাদি রঞ্জন বড়ুয়া, প্র.শি.(অব:) পংকজ ভূষণ বড়ুয়া, সিনিয়র শিক্ষক সত্যজিত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

-শিব্বির আহমদ রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.