advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই


শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভার উত্তর জলদী বাহার উল্লাহ পাড়া এলাকার প্রধান সড়ক সংলগ্ন ৭ টি দোকান অগ্নিকান্ডে পুঁড়ে ছাই হয়ে গেছে। 

গত রবিবার মধ্য রাতে সংঘটিত এ অগ্নিকান্ডে ৭ দোকানের মালামাল সম্পূর্ণ পুঁড়ে গিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানায়, রবিবার (২৮ অক্টোবর) মধ্য রাতে ওই এলাকার বেলাল উদ্দিনের অটোরিক্সার গ্যারেজ হতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।  আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী আরো ৬টি দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও পাশ্ববর্তী মখজুনুল উলুম মাদরাসার ছাত্র-শিক্ষক আগুন নিভাতে চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় মুহুর্তের মধ্যে ৭ দোকানের মালামাল পুঁড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। 

অগ্নিকান্ডের ঘটনায় সঞ্জয় আচার্য্যের মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার এর ৪টি মোটর সাইকেল, অন্যান্য যন্ত্রাংশ ও নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকা, অলসেন কান্তি নাথ এর ডিজিটাল ষ্টুডিও এর কম্পিউটার, প্রিন্টার, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশসহ প্রায় ৭ লক্ষাধিক টাকা, মো. রহিমের ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রায় ৩ লক্ষাধিক টাকা, বেলাল মেস্ত্রি এর অটোরিক্সা গ্যারেজে প্রায় ৩ লক্ষাধিক টাকা, দেলাওয়ার এর ৩ লক্ষাধিক টাকা, আলী আকবরের অটোপার্টসের রিক্সা গ্যারেজের দোকান এবং কুলিং কর্ণারে ২ লক্ষাধিক টাকাসহ আরো ২টি বন্ধ দোকান পুঁড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। অপরাপর অাংশিক ক্ষতিগ্রস্থরা হলেন, মো. ইসমাইল, গোলাম কাদের, মো. জসিম, তপন।

এদিকে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে খবর পেয়ে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগুন নিয়ন্ত্রণে স্থানীয় ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের অনেকে আহত হওয়ার খবর জানান মখজনুল উলুম বাইঙ্গাপাড়া মাদরাসার সহকারী পরিচালক মাও. আব্দুর রহমান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বললে তারা জানান, রবিবার মধ্য রাতে অগ্নিকান্ড সংঘটিত হলে মুহুর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ৭টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমাদের পরিবার চালানোর একমাত্র আয়ের স্থানগুলি পুঁড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা। ঘুরে দাড়াবার মতো আমাদের আর কোন সহায় সম্ভল নাই বললেন, গ্যারেজ দোকানদার সঞ্জয় আচার্য্য।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই