নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় বাঁশখালীতে পুলিশের টহল দেখা যাচ্ছে। তফসিল ঘোষণা কে সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নির্বাচন কমিশনের নির্দেশনার পর বাঁশখালীতে টহল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। বিভিন্ন স্থানে সতর্ক প্রহরায় দেখা যায় টহল ও থানা পুলিশ সদস্যদের।আজ বিকাল সাড়ে ৩টা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন এর নেতৃত্বে বাঁশখালীর চাঁদপুর থেকে শুরু করে টইটং পর্যন্ত পুরো প্রধান সড়ক জুড়ে চলছে পুলিশের মহড়া।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন