নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসনে মাহমুদুল ইসলাম চৌধুরীকে চুড়ান্তভাবে গত ২৬ নভেম্বর দলের মহাসচিব এবিএম. রুহুল আমিন দলীয় নাঙ্গল প্রতিকে মনোনয়ন প্রদান করেন।
গত বুধববার (২৮ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মেয়র ও এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। তাঁর পক্ষে বুধবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মনোনয়ন দাখিল করেন তাঁর বড় ভাই লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ফখরুদ্দীন চৌধুরী, জাতীয় পার্টির নেতা নীল কমল সুশীল ও বাঁশখালী উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ প্রমূখ।
উল্লেখ্য, মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বাঁশখালী আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গত প্রায় দেড় দশক ধরে রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি। এ সময় নিজের নির্বাচনী এলাকা বাঁশখালীতেও তার পদচারণা খুব একটা ছিল না। এর পরিবর্তে নগরীতে অনুষ্ঠিত সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডেই তাকে ব্যস্ত থাকতে দেখা গেছে।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন