জনপদ ডেস্ক: বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রেমাশিয়া গ্রামের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া মোহাম্মদ উল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র গত ২ মাস যাবৎ নিখোঁজ রয়েছে। সে ওই এলাকার দিনমজুর মো. ইছহাক ও খদিজা বেগমের পুত্র।
জানা যায়, নিখোঁজ মোহাম্মদ উল্লাহ স্থানীয় কাসেমুল উলুম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। গত ১৭ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় গিয়ে আর বাড়ী ফেরেনি সে। তার পিতা-মাতা ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও কোথাও তার সন্ধান পাননি।
ছেলেটির গায়ের রং ফর্সা ও উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। উল্লেখ্য, নিখোঁজ মোহাম্মদ উল্লাহর শারীরিক অসুস্থতা জনিত কারণে তাকে চার বার অপারেশন করা হয়। কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ মোহাম্মদ উল্লাহর সন্ধান পেলে ০১৮৩৬৬৮৬৩৫০ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন