বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

গন্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান আলী হায়দারকে প্রাণনাশের হুমকি!




বাঁশখালী জনপদ ডেস্ক: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের চৌধুরী কুঠির বড়ঘোনা জমিদার বাড়ীর মো. শাহজাহান এর পুত্র প্যানেল চেয়ারম্যান-১ মো. আলী হায়দার চৌধুরী আসিফকে গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইলে ফোন করে হত্যার হুমকি প্রদান করা হয়েছে।আলী হায়দার ওই ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)'র ইউনিট টিম লিডার-৩ এবং ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। 
এ ব্যাপারে সে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি আবেদন করেছে। 

জানা যায়, গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মো. আলী হায়দার চৌধুরী আসিফ এর ব্যক্তিগত মোবাইল নং- ০১৭৪০৬৫৬২৬২ নম্বরে দুপুর ১ টা ৪০ মিনিটে ০১৮৮১৬০৪২৭৩ নম্বর থেকে মোবাইল করে তাকে খুন করার হুমকিসহ নানাভাবে গালিগালাজ করতে থাকে।তিনি বিরক্ত হয়ে ফোন কেটে দিলেও পরবর্তীতে একই নম্বর থেকে আবারো টেলিফোন করে বলে ‘তোর তো বাঁচার ইচ্ছা নাই মনে হয়, গরু যেভাবে জবাই করে তোকেও সেভাবে জবাই করে ফেলবো, বেশী সেয়ানামী করিসনা’।  এছাড়া আরো অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ করেন তিনি। 

এ বিষয়ে সে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরী (নং-২৮৪, তাং-০৬/১১/১৮ ইং) দায়ের করে এবং বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। 

উল্লেখ্য, গন্ডামারা ইউপির চেয়ারম্যান লেয়াকত আলী বর্তমানে জেল হাজতে থাকায় মো. আলী হায়দার চৌধুরী আসিফ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। 

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.