শিব্বির আহমদ রানা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৮ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রসাশক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন এর রিটার্নিং অফিসার মো. ইলিয়াছ হোসেন এর বরাবর মনোনয়নপত্র দাখিল (জমা) করেন জামায়াত নেতা বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জহিরুল ইসলাম।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই কালে উপজেলা চেয়ারম্যান হিসেবে পদত্যাগপত্র উপযুক্ত কতৃপক্ষ বরাবর গৃহিত হওয়ার কোন প্রমানপত্র না পাওয়ায়ার অভিযোগে মনোনয়ন বাতিল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।
গত ৪ নভেম্বর তিনি মনোনয়ন বাতিলের বিপরীতে অাপিল করেন। বৃহস্পতিবার ৬ ডিসেম্বর শুনানী পরবর্তী তিনি মনোনয়ন ফিরে পেলেন।
অধ্যক্ষ জহিরুল ইসলাম বাঁশখালীর সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বাঁশখালীজজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন