বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ঐক্যফ্রন্ট মনোনিত বিএনপি প্রার্থীর উপর হামলায় আহত ৮!


ক্যাপশন: গুরুতর আহত- ১) পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ২) মাওলানা শহিদ উল্লাহ

জনপদ ডেস্ক: 
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ কালে মধ্যম সরল নতুন বাজারের দক্ষিণ পার্শ্বে প্রবাসী ছাবেরের বাড়ির সামনে পৌঁছালে সেখানে একদল দুর্বৃত্তরা এলোপাথারি গুলি বর্ষণ করে।

এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল (৬০), মো. ছগির (৩৩), আনিছ (৩২), নুরুল হক(৩৫), নুর মোহাম্মদ (৩০) আহত হয়েছে বলে জানান।

পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন (৩৫) ও মাওলানা শহিদ উল্লাহ (৩২) গুরুতর আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বলেন, জাফরুল ইসলামের জনপ্রিয়তাকে ভয় পেয়েই এই হামলা করেছে আওয়ামী লীগ। হাতুড়ি বাহিনী তার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করছে। তারা ইতোমধ্যে হামলা, হুমকী ধমকী দিয়ে  আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ধাওয়া করছে।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.