জনপদ ডেস্ক: 'হারবে শীত, জিতবে মানবতা' প্রতিপাদ্য কে সামনে রেখে বাঁশখালী থানার অন্তর্গত পুইছড়ি ছাত্রঐক্য পরিষদের উদ্যোগ মহান বিজয় দিবস উদযাপন এবং শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এই মহতী উদ্যোগে শামিল হই।
শীতের শুরু। শীতের কনকনে ঠাণ্ডায় অসহায় মানুষগুলো নিদারুণ কষ্টে পার করছে জীবন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অবাল-বৃদ্ধা অসহায় দরিদ্র মানুষ গুলোর জন্য বরাবরই শীত যেন মহামারি। শীতের প্রকোপে সীমাহীন কষ্টে কাটছে তাদের জিবন। এসময় সমাজের বিবেকবান, বিত্তশালী মানুষের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানায় পুঁইছড়ি ছাত্রঐক্য পরিষদ।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তারা শীতার্তদের মলিন মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করছে। এতে যে কেউ তাদেরকে সহযোগীতা করে মহৎকাজে সহযোগী হতে অাহ্বান জানান তারা।
আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য। আসুন আমরা আমাদের আশেপাশে বা চলার পথে দেখা এসব শীতার্ত মানুষের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে শীতের হাসি হই।
সংগঠনের পক্ষে -শামীম উল্লাহ আদিল
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন