জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) চাম্বল-শেখেরখীল মসজিদ বায়তুশ শরফে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান, দৈনিক ডেসটিনি'র সম্পাদক ও বৈশাখী টিভি'র পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এর রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে কারা কর্তৃপক্ষ। সেখানে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
উল্লেখ্য, দুদকের মামলার আসামি হিসেবে বিনাবিচারে প্রায় সাড়ে ৬ বছর ধরে তিনি জেলে আছেন। গতকাল এক মামলায় ঢাকার আদালতে হাজিরা শেষে কারাগারে নেয়ার পরই বিকেলে হার্ট অ্যাটাক হয় তাঁর। কারাগারে থাকা অবস্থায় এর আগেও বিভিন্ন সময় হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন মোহাম্মদ রফিকুল আমীন। এ কারণে বারডেম ও বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাও নেন তিনি। হৃদরোগ ছাড়াও ডায়াবেটিস ও কিডনির সমস্যাসহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন রফিকুল আমীন।
এদিকে অসুস্থতার খবরে বাঁশখালীতে তাঁর রোগ মুক্তি ও দোয়া কামনায় কোরঅান খতম ও দোয়া মাহ্ফিল সম্পন্ন হয়েছে। এসময় বাঁশখালীস্থ ডেসটিনি ২০০০ লি. এর সকল ক্রেতা পরিবেশক উপস্থিত ছিলেন। সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। শিগ্রই তাঁর মুক্তির দাবী জানান তারা।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন