বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঁশখালীর খুদুকখালী স.প্রা. বিদ্যালয়!

বিজয়ের হাসিতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঁশখালীর খুদুকখালী স.প্রা. বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

গত শনিবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ছনুয়া খুদুকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

এব্যাপরে ছনুয়া খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হুসনা আক্তার জানান, 'আমাদের বিদ্যালয় ভালো খেলা উপহার দেয় উপজেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের ধাপ অতিক্রম করে আমরা জেলা পর্যায়ে উত্থীর্ণ হই। বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আমাদের কৃতি ক্ষুদে ফুলবলাররা। জেলা পর্যায়ে আমাদের স্কুল টিম ৩-০ গোলে পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।'

এদিকে খুদুকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাঁশখালীর বিভিন্ন মহল অভিনন্দন জানান। বাঁশখালীকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন করে ঘরে ফেরায় তারা ক্ষুদে ফুটবলারদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা
ভিজিট:http://www.banshkhalijanaphad24.com/2018/12/blog-post_7.html?m=0

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.