শিব্বির আহমদ রানা::
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের প্রবীণ শিক্ষক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আবুল কাশেম সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন মরহুমের মেঝপুত্র মো. আবুল বশর সিদ্দিকী।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মেরুদন্ডে ব্যাথাজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় স্ট্রোক করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ'তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ শুক্রবার বেলা ২টা ২৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল কাশেম সিদ্দিকী শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম মনকিচর মহল্লা পাড়া নেয়ামত আলী সিকদার বাড়ীর মরহুম ইব্রাহিম সিকদারের পুত্র। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা ইসলামী হাকিমিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রধান ছিলেন। সেখানে দীর্ঘ শিক্ষকতা শেষে ২০২১ সালে অবসরগ্রহণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি শীলকূপের মনকিচর পেলে হাজীর পাড়া জামে মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন। তিনি আলহাজ্ব নেয়ামত আলী সিকদার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি।
আগামীকাল শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় শীলকূপস্থ মধ্যম মনকিচর স্থানীয় নেয়ামত আলী সিকদার জামে মসজিদের মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে উপজেলা জামায়াত ও শীলকূপ ইউনিয়ন জামায়াতের নের্তৃবৃন্দ, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী সহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন