advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে ৯ প্রার্থীর ৮জনই জামানত হারান!

জনপদ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে ভোটের মাঠে লড়েছিল ৯জন প্রার্থী। এদের মধ্যে ৩জন হেভিওয়েট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া জামানত বাজেয়াপ্ত হয়েছে এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী আরো ৫ জনপ্রার্থীর।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে জামানত হিসেবে ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে। আর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, এই জামানতের টাকা ফেরত পেতে হলে প্রার্থীকে তার আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। পরাজিত প্রার্থীদের একটি বিশাল অংশ নির্বাচনের নিয়মানুযায়ী ৮ ভাগের এক ভাগ পাননি। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

এদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে মোট ভোটার তিন লাখ ৩ হাজার ১শত ২৩ জন। এরমধ্যে ২ লাখ ৪০ হাজার ৮শত ৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ আসনে ২৬ হাজার ৩শত ৭০ ভোট পেয়ে জামানত হারান বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), ১৮ হাজার ৬২৯ ভোট ভোট পেয়ে জামানত হারান জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) ও আপেল প্রতীকে ১৭হাজার ১শত ৭০ ভোট পেয়ে জামানত হারান নাগরিক ঐক্য ফোরাম মনোনীত হেভিওয়েট প্রার্থী জামায়াতের স্বতন্ত্র মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও জামানত হারান ইসলামী আন্দোলনের হাফেজ ফরিদ আহমদ আনসারী (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহিউল আলম চৌধুরী (চেয়ার), ইসলামী ফ্রন্টের মুনিরুল ইসলাম আশরাফী (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী বজল আহমদ (বেঞ্চ) ও ন্যাপের আশীষ কুমার শীল (কুঁড়েঘর)।

কোন মন্তব্য নেই