বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নবনির্বাচিত সাংসদের গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
শিব্বির আহমদ রানা: 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাঙ্গালী জাতীর জীবনে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে স্বাধীন দেশে ফিরেছিলেন। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর শহীদের রক্তস্নাত বাংলার মাটি ও মানুষ এই দিনে ফিরে পেয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।আওয়ালীগের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বাঁশখালী থেকে আমাকে নির্বাচিত করে আমাকে উপহার দেওয়ার জন্য আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামিতে বাঁশখালীকে একটি মডেল বাঁশখালী উপহার দিতে চাই। এখানে কেউ কেউ আমার নাম ভাঙ্গিয়ে, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে আপনারা সাথে সাথে গণধোলাই দিবেন। এতে আমি দুষ্কৃতকারীদের সাথে থাকবোনা, এদের পক্ষ নিবোনা। মাদক, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত বাঁশখালী গড়ার প্রত্যয়ে আপসহীনভাবে কাজ করে যাবো ইনশাহ আল্লাহ।' উপরোক্ত বক্তব্যগুলো প্রদান করেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠান ও বাঁশখালী থেকে নবনির্বাচিত সাংসদ এবং বাঁশখালী আওয়ামীলীগের সভাপতির গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অথিতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (১০ জানুয়ারী) বিকাল ২টায় বাঁশখালী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযৌদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন ও গনসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুউদ্দীন আহমদ রবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রববিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলাভী নুর হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামীলীগ নেতা ডা. ফারুখ আহমেদ, রেউজাল উল করিম, উপেজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক সিকদার, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, শিলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসাইন, পৌরসভা আওয়ামী লীগ নেতা জেবু, আক্তার হোসাইন, ছাত্রনেতা মিজান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন