মো. আব্দুল জাব্বার: নতুন বছরের প্রথম দিনে সোমবার আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র এখন সারা দেশজুড়ে।
২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।
বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টায় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
এসময় প্রধান অথিতি ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালীনেতা মো. ইয়াছিন। বিশেষ অথিতি ছিলেন, বিদ্যালয়ের দাতাসদস্য গোলাম মোস্তফা, শিক্ষক শওকত ইসলাম, রাহামত উল্লাহ চৌধুরী, তারেকুল ইসলাম ও সোলাইমান প্রমূখ।
সভায় প্রধান অথিতি বলেন, "শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" -এ অঙ্গীকারকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শিক্ষাথীদেরকে যোগ্য নাগরিক হিসাবে দেশগড়ার কাজে অংশগ্রহণ করার আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন