বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতেছে বায়তুল ইরফানের শিক্ষার্থীরা

জনপদ ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত দ্বীনি ও অাধুনিক শিক্ষা সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা ও বায়তুল উম্মাহ আদর্শ বালিকা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের জন্য নতুন বই বিতরণ সম্পন্ন করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতেছে বায়তুল ইরফানের শিক্ষার্থীরা

সারাদেশে চলতি বছরের ১লা জানুয়ারীতে স্কুল-মাদরাসায় অানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। বায়তুল ইরফান মাদরাসাও তার ব্যতিক্রম নয়। বার্ষিক পরিক্ষা শেষে অানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে গত বছরের ২৩ ডিসেম্বর। এর পরপরই ২৪, ২৫, ২৬ ডিসেম্বর'১৮  পর্যন্ত  বিরতীনভাবে ভর্তি কার্যক্রম অব্যাহত ছিল। ২৭ ডিসেম্বর থেকেই মাদরাসা বন্ধ থাকে চলতি বছরের ৬ জানুয়ারী পর্যন্ত। আজ সোমবার (৭ জানুয়ারী) যথারীতি মাদরাসা খোলার তারিখেই নতুন বছরের বই বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রতিষ্ঠানের আঙ্গিনা জুড়ে শিক্ষার্থীদের বিচরণে ফিরে এলো মুখরিত এক অানন্দঘন পরিবেশের। বই বিতরণের প্রথম দিনেই ৪ শতাধিক শিক্ষার্থীদেরকে নতুন বই প্রদান করা হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক। এসময় মাদরাসার শিক্ষসচিব মুহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক মাও সরওয়ার কামাল, মাও ফোরকান, মাও আমান উল্লাহ, মাও জাকের হোসাইন, মাও হামিদুল হক, কারী মোস্তাফিজুর রহমান, মাও যায়নুল আবেদীন, মাষ্টার আব্দুর রহমান, মাষ্টার রিয়াদ মাহমুদ, মাষ্টার শিব্বির আহমদ, মাষ্টার জসিম উদ্দিন, মুহতারামা হালিমা বেগম সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.