জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মোট ১০ জন আহত হয়েছেন। বাঁশখালী প্রধান সড়কের টাইম বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পাশে প্রধানসড়ক সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ১১ টায় দুর্ঘটনাটি ঘটেছে।
আহত সুরভী আক্তার (দেড় বছর), জুয়ানা আক্তার (১০), সালমা আক্তার (২৭) ও মো. জাবেদ (৪০), জান্নাতুল ফেরদৌস (৯) ও পারভীন আক্তার (২৮), আব্দুল মালেক (২৮) , আব্দুস সবুর (৪২), নেজাম উদ্দিন (২০) এবং আব্দুর সবুর (৬২) বাঁশখালীর বাসিন্দা।
গুরুতর আহত সুরভী আক্তার, জুয়ানা আক্তার এবং আব্দুল মালেককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেশমী বিশ্বাস বলেন, গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অটোরিকশা তিনটি ঘটনাস্থলে আটক রয়েছে। আরোহী সবাই আহত থাকায় কী কারণে দুর্ঘটনা ঘটেছে জানা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন