বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

প্রকাশিত হয়েছে তাফহীমুল ইসলামের 'ছড়া আমার চাঁদের কণা'

নুরুল আজিম ইমতিয়াজ (বাঁশখালী জনপদ প্রতিনিধি): অমর একুশে বইমেলা কে উপলক্ষ করে প্রকাশিত হয়েছে মুহাম্মদ তাফহীমুল ইসলামেরর ছড়া আমার চাঁদের কণা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে জন্ম তার। সাহিত্য সাধনার অভিজ্ঞতাকে পুঁজি করে ২০১৯ সালের বইমেলাকে উপলক্ষ করে প্রকাশিত হয়েছে তার লেখা ছড়াগ্রন্থ 'ছড়া আমার চাঁদের কণা'। বইটি প্রকাশ করেছেন সাহিত্য রস প্রকাশনী। ছড়া ভিত্তিক অলংকরণ সমৃদ্ধ দুই ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ৩৫ টাকা।
এবিষয়ে জানতে চাইলে লেখক বলেন 'ছড়া আমার চাঁদের কণা' বইটিতে ইসলামী ভাবধারা ও শিক্ষনীয় কথাগুলোকে গুরুত্বের সাথে ছড়ায় রূপান্তরিত করতে চেষ্টা করেছি। বইটিতে এমন কিছু ছড়া আছে যে ছড়াগুলো একজন শিশুকে শেখাবে ধর্ম এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে। দেখাবে জীবন চলার পথে নতুন স্বপ্ন এবং দেশমাতৃকার প্রেমে জোগাবে প্রেরণা। শুধু ছোটদের নয়, ছড়াগুলো বড়দেরও ভাবিয়ে তুলবে- এটাই আমার বিশ্বাস ও আশা। লেখালেখির জগতে প্রবেশের পর বহু অগ্রজের ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। মূলত সেই উৎসাহ থেকেই বই প্রকাশের সাহস।'

তরুণ লেখক মুহাম্মদ তাফহীমের প্রথম লেখা প্রকাশিত হয় আল জাবিরী সম্পাদিত ছোটদের পত্রিকা 'লাটিম' এর সূচনা সংখ্যায়। গত দুই বছরে দৈনিক- প্রথম আলো, নয়া দিগন্ত, পূর্বদেশ, পূর্বকোণ, বিজয়ের কন্ঠ,  চট্টগ্রাম মঞ্চ, দৈনিক সাঙ্গু, দৈনিক সোনার দেশ, দৈনিক সমর, সাপ্তাহিক বাঁশখালীর খবরসহ বিভিন্ন মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক পত্রিকা/ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তরুণ এই লেখকের লেখা। সত্য ও সুন্দরের পক্ষে লিখে যাওয়া তরুণ এই লেখকের প্রথম বইটি আগামী ১০ তারিখ শুরু হতে যাওয়া চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠের বইমেলাতে সাহিত্য রস প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। তাছাড়াও সিলেট, রংপুরের বইমেলাতেও বইটি পাওয়া যাবে।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.