নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে সিএনজি পেট্রোল পাম্পের পাশে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিএনজি-অটোরিক্সা এবং কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কভার ভ্যান (ঢাকামেট্রো-ট ২০-৫৯৫৯) চট্টগ্রাম শহরে যাওয়ার পথে সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে সিএনজি পেট্রোল পাম্পের পাশে পৌঁছলে গুনাগরির অভিমুখে যাওয়া সিএনজি-অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারায় বাহারচড়া ইউনিয়নের বাঁশখালা ইলশা গ্রামের মীরের বাড়ী এলাকার মারুফ হোসেনের স্ত্রী, মাওলানা শোয়াইবের মাতা রহিমা বেগম (৪৮) ও একই এলাকার জমির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার(১৩)।
ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সার ড্রাইভার জামাল (২৮) ও তড়িৎ গুহ (৪৮) কে বাঁশখালী গুনাগরি আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাদের অবস্থা খুবই আশংকা জনকবলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, সাধনপুর বানীগ্রাম এলাকায় কভার ভ্যান ট্রাকের ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থালে বাহারচড়া পুলিশ ফাঁড়ির সোর্স পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন