জনপদ প্রতিনিধিঃ উদ্দীপন সমৃদ্ধি ও প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী বাঁশখালী শাখা কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য সেবা মঙ্গলবার (১৯ মার্চ) সম্পন্ন হয়েছে।
উপজেলার গুনাগরীস্থ উদ্দীপন শাখায় বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন আসহায় গরীব লোকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের ১০ সদস্যের একটি টিম চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবায় ৪০ জন চক্ষু রোগীর ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। একই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চর্ম-যৌন, মেডিসিন, মা-শিশু বিশেষজ্ঞ দুই জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন, উদ্দীপন বাঁশখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ কুরাইশী, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মোঃ জানে আলম রনি, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী কৃষিবিদ মোঃ তানজিল হোসাইন, শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন, প্রবীন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার সৌমিত্র কুমার বাছাড় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন