বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে র‌্যাব এর সাথে বন্দুকযুদ্ধে ১ জলদস্যু নিহত

জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব এর সাথে বন্দুক যুদ্ধে ১ জন নিহত হয়েছে। গত রবিবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার ছনুয়া এলাকায় অভিযান পরিচালনা করার সময় জলদস্যুদের  সাথে গুলিবিনিময় হয় র‌্যাবের। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক জলদস্যু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনাস্থল হতে ১টি বিদেশী রিভলভার, ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামে এর দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৪ টার দিকে জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন করলে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হয় বলে জানান। এ সময় এক জলদস্যু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। তবে, তার নাম, ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল হতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে তাৎক্ষনিক ভাবে র‌্যাবের পক্ষ থেকে গুলিবিদ্ধ ওই জলদস্যুর নাম ঠিকানা নিশ্চিত করা না হলেও স্থানীয় লোকজনের নিকট হতে নিহত ওই জলদস্যু কুতুবদিয়া উপজেলার আবু তালেব বলে জানা গেছে।



[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.