![]() |
ক্যাপশনঃ পুঁইছড়ি মকছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুপুরের চিত্র। ছবি-জনপদ |
শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সময়ে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এবারের উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতিই ছিল খুবই কম। নানা গুজবের ছড়াছড়ি ছিল বাঁশখালী উপজেলার নির্বাচনী মাঠে। বিকেল সাড়ে ২টার সময় আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলমকে আটক করা হয়েছে বলে গুজব ছড়ায় কিছু অনলাইন পোর্টাল ও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। ভোটের মাঠে নারী ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, কেন্দ্রগুলোতে নিরাপত্তা বেষ্টনী থাকলেও দেখার মতো ভোটারদের ভীড় জমেনি।
প্রশাসনের সার্বিক সহযোগীতায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে কঠোর অবস্থানে ছিল। যে কোন পরিস্থিত মোকাবেলায় প্রস্তুত ছিল তাদের ফোর্স। তবে দিনের প্রথমভাগে জালভোট দিতে গিয়ে আটক হয়েছে দুজন। এদের একজন পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জনৈক মিজানুর রহমানের ভোট দিতে গিয়ে নুরুল কবির (৪০) নামের একজন যুবক আটক হয়েছে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। অপরদিকে মো. সাগরকে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রবাসীর ভোট দেওয়ার দায়ে আটক হয়েছেন বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায় বলেন, উড়োজাহাজ প্রার্থী মো. এমরানুল হকের পক্ষ হয়ে একচেটিয়া জাল ভোট দেওয়ার চেষ্টা করলে নুরুল কবিরকে হাতেনাতে ধরে ফেলি। তার কাছ থেকে উড়জাহাজ মার্কার সিল মারা ১টি বই পাওয়া যায়। বইটি বাতিল করা হয়েছে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলো ছিল ফাঁকা। ভোটগ্রহণ শুরুর এক ঘন্টার মধ্যে রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট পড়েছে ৯টি বুথে ২৭টি, ৮২নং শিলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ৯টি বুথে ভোট পড়েছে ২৮০ টি, চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ভোট পড়েছে ৮শত। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০১৫ টি। নাপোড়া শেখেরখী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত সময়ে ১৩শত৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩শত ৫০টি, পুঁইছড়ি মকছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজীব কুমার দাশ জানান, এ কেন্দ্রে ৩৪শত ১৯ ভোটের মধ্যে ৮টি বুথে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত সময়ে ২১শত ভোট পড়েছে, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মু. আমিনুর রহমান জানান এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৭শত ৯৯টি, ৯টি বুথে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত সময়ে ২ হাজার ২৫ ভোট রেকর্ড হয়েছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোমেনা আক্তার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন