জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁশখালী বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ বদরুল হক, থানা অফিসার ইনচার্জ(ওসি) মু. কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. আবুল কালাম মিয়াজী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, কৃষি অফিসার শহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম মোস্তাক আহমদ, চট্টগ্রাম দক্ষিন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) মু. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী উপজেলামুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম সিকদার, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ।
অনুষ্টান পরিচালনা করেন বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অঞ্জন চক্রবর্তী। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন