জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় এক ছাত্রের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভাস্থ আস্করিয়া এলাকায়। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ শাহাদত হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মুহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র। শাহাদাত জলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে পৌরসভার আস্করিয়া এলাকার আস্কর আলী শাহ বাড়ীর পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্র সাখাওয়াত হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়।আগে থেকেই ওই পুকুরে বিদ্যুৎ তার ছিড়ে পুকুরের পানিতে পড়ে থাকায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ছেলেটি মারা যায়।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন