জনপদ প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মহিলা মেম্বারের অতর্কিত হামলায় পুরুষ মেম্বার আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার সাথে জড়িত দুইজনেই সংরক্ষিত মহিলা ৭,৮,৯নং ওয়ার্ডের মেম্বার রাবেয়া বেগম, অপরজন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ সিকদার বলে জানা যায়।
গত শনিবার (৪ মে) সকাল ১০টায় শিলকুপ ইউপির অন্তর্গত ৮নং ওয়ার্ডের একটি ক্লিনিকে ব্রাকের মশারি বিতরণ করা হয় ওই স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, মশারি বিতরণের স্লিপ নিয়ে মহিলা মেম্বার আধিপত্য বিস্তার করলে মেম্বার ফিরোজ সিকদার তাতে বাঁধা প্রদান করে এবং সিরিয়াল অনুযায়ী ধারাবাহিক কার্যসম্পাদনের কথা বললে এক পর্যায়ে রাবেয়া বেগম রেগে গিয়ে ফিরোজ সিকদারের নিজের হাতের মোবাইল কেড়ে নিয়ে তাকেই লক্ষ করে সজোরে নিক্ষেপ করে। এতে তার মাথায় তীব্রতর আঘাত লাগে এবং রক্তাক্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ বলেন, ব্রাক এর মশারী বিতরণ এর জন্য অধিপত্যে বিস্তার করতে গিয়ে আমাকে মোবাইল নিক্ষেপ করে মহিলা মেম্বার রাবেয়া। মোবাইল নিক্ষেপ করার পর আমি মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন আমাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বাঁশখালী হাসপাতাল এর কর্তব্যরত ডাক্তার এই ঘটনার নিশ্চিত করে বলেন, মেম্বার ফিরোজ এর শরীরে দুইটি সেলাই দেওয়া হয়েছে, রোগীর অবস্থা মোটামুটি ভালো তবুও শরীরের ভিতরে কোন আঘাত আছে কিনা তা নিশ্চিত হতে এক্সরে দেওয়া হচ্ছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে শিলকুপ ইউপির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, সকালে ব্রাকের মশারি বিতরণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে শুনেছিলাম এবং ফিরোজ সিকদার আহত হওয়ার বিষয়টি আমাকে অবগত করান।
বাঁশখালী থানার এস আই ফারুক জানায়, আহত মেম্বার ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়, মেম্বার ফিরোজ যদি মামলা করলে মামলা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন