advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

শেখেরখীলে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দু'দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

শেখেরখীল সংবাদদাতাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার শেখেরখীল দারুসসালাম আদর্শ সিনিয়র মাদরাসা হলরুমে দুই দিনব্যাপী শেখেরখীল সিপিপি'র স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার সমাপনী দিবসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল ইউনিয়নের ইউনিয়ন টিম লিডার আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আনোয়ারা ও বাঁশখালীর সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার সগীর আহমদ, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির রেডিও অপারেটর মিঠুন দত্ত।

এসময় বক্তারা উপস্থিত সিপিপি'র স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ঘূর্ণিঝড় বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সমুদ্র বন্দর ও নদী বন্দরের সতর্কবার্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাছাড়া সাধারণ মানুষের কাছে কিভাবে সহজে সিগন্যাল সম্পর্কে জানান দেওয়া যায় সে বিষয়ও আলোচনা করা হয়েছে।

এসময় শেখেরখীল ইউনিয়ন সিপিপির সকল ওয়ার্ডের টিম লিডার ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই