সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন (ইএফ) এর উদ্যোগে অর্ধশত এতিম, অসহায় শিশুদের মাঝে নতুন ঈদবস্ত্র তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে বাঁশখালী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিবন্ধিত সদস্যবৃন্দের মাঝে ঈদ বস্ত্র প্রদান করা হয়। এসময় মান্যবর ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহজান কুতুবী, হাফেজ ইয়াসিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। এতে সংগঠনের সদস্যগণ সংগঠনের নানা কার্যক্রম তুলে ধরেন।
সংগঠনের উদ্যোগে আগামী ৬জুন, বৃহস্পতিবার, বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ হলরুমে বাঁশখালী হতে বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস সেমিনার এবং ঈদপূর্ণমিলনী প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। এতে তারা বাঁশখালী হতে ভার্সিটি ক্যান্ডিডেট সকলের উপস্থিতি কামনা করেন।
সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে তারা বলেন, মুমূর্ষু মানুষের রক্ত সংগ্রহ করা, মানবিক সমাজ বিনির্মাণ, আলোকিত সমাজ গড়ার লক্ষে একুশে ফাউন্ডেশনের পদযাত্রা শুরু হয়েছে। সকলে মানবসেবামুলক প্লাটফরমে একতাবদ্ধ হয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাও করেন তারা।বর্তমানে একুশে ফাউন্ডেশনের অধিনে ঢাবি, চবি, চ.মহানগর এবং বাঁশখালী শাখাসহ ৪টা শাখায় নিয়মিত কার্যক্রম চলে আসছে।
এসময় অন্যন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আসহাব উদ্দিন, ওকান উদ্দিন সাকিব, আব্দুল্লাহ বাবর, আমিরুল ইসলাম শুভ, সুরঞ্জিত, ইসহাক আহমেদ সৈকত, শাহাদাত হোসাইন এবং জি.এন কবির চৌধুরী প্রমূখ। -প্রেসবিজ্ঞপ্তি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন