জাহেদুল ইসলাম মিরাজ, জনপদ প্রতিনিধিঃ এখন চলছে বর্ষাকাল। টানাবর্ষণের আজ ৮ দিন অতিক্রম হততে যাচ্ছে। এমনিতেই বর্ষাকাল শুরু হলে পুরো বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে দূর্ভোগের শেষ থাকেনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশখালী উপজেলার পশ্চিম মিনজিরীতলা গ্রামের জিন্নুরাইন সড়কটি সীমাহীন ভোগান্তির একটি সড়ক। সামান্য বৃষ্টি হলেই পথচারিরা পড়ে যায় তখন চরম বিপাকে। সীমাহীন ভোগান্তি নিয়ে চলছে বছরের পর বছর ওই এলাকার জনজীবন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ভোটের আগে সড়ক মেরামতের আশ্বাস দিলেও ভোটের পর সেই আশ্বাসের কথা ভুলে যায় তারা। ভুলে যায় জনগনের ভোগান্তির কথা।
আজ (শনিবার) সকাল সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। বর্ষা শুরু হলেই সড়কটি ব্যবহারে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা। একটু বৃষ্টিতে সড়কটি পরিণত হচ্ছে কর্দমাক্ত চাষের জমিতে। এ অবস্থায় ওই সড়ক দিয়ে ক্ষুদ্র যান চলাচলেরও অনুপোযোগী হয়ে পড়েছে। এই ভাবে যদি সংস্কার না হয় তাহলে এক সময় রাস্তাটি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতি বছর বৃষ্টিতে সড়কটি ক্ষয়ে ক্ষয়ে চাষাবাদের জমির খুব কাছেই চলে আসতেছে সড়কের অবস্থান।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, রাস্তায় সমান্য ইটের জন্য আমাদের ভোগান্তির শেষ নেই। পাশ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষেরর একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এটি ব্যবহার করে। কয়েক দিনের বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা জমে যায়। দেখে মনে হয় আবাদি জমি।
হতাশা আর ক্ষোভ প্রকাশ করে পথচারীরা বলছেন, প্রতিদিন ওই সড়কের কাদায় পড়ে ছাত্র-ছাত্রীসহ অনেককে বাড়ি ফিরে যেতে হয়। পথচারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন ভোটমারী বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে এই সড়ক দিয়েই চলাচল করে।
কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখলেই সড়কটির উন্নয়ন সম্ভব। সেই সাথে সড়কটি পূর্ণ সংস্করণ করার জোর দাবি জানান এলাকাবাসী।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন