জনপদ ডেস্কঃ বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের দিকনির্দেশনায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করেছে থানায় কর্মরত এসআই মোঃ আব্দুল কুদ্দুস, এসআই মোঃ ফা্রুক উদ্দিন, এএসআই মোঃ নুরুননবী টিপু, এএসআই মোঃ আক্তার হোসেনসহ তাদের সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ওই আসামী উপজেলার সরল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল করিমের পুত্র বশির আহমদ (২৮) বলে জানা যায়।
গত শুক্রবার ২৬ জুলাই গভীর রাতে বাঁশখালী থানার সরল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই আসামী ৩০(৪)১৯, ধারা-১৪৭/১৪৮/১৪৯/ ৩২৬/৩০২/ ৩৪ ধারার পেনাল কোডের অন্তর্ভুক্ত আসামী।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার জানান, গোপন সূত্রের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম গভীর রাতে পরোয়ানাভুক্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) ওই আসামীকে বিজ্ঞ আদালত চট্টগ্রাম মহোদয়কে সোপর্দ করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.co
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন