শিব্বির আহমদ রানাঃ সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৭ নারী-পুরুষ কনস্টেবলকে সংবর্ধনা দিয়েছে বাঁশখালী থানা পুলিশ। গত শুক্রবার (১৯ জুলাই) থানা প্রাঙ্গণে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদারের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবল উত্তর জলদীর রূপন দত্ত, শাখি আক্তার, পুকুরিয়ার মো. সাজ্জাদ হোসেন এবং শীলকূপের জাইতুনন্নেছা তাদের অভিমত ব্যক্ত করেন।
এসময় তারা বলেন, আমরা দরিদ্র পরিবারের সন্তান। খেয়ে না খেয়ে নানা কষ্টে লেখা-পড়া করেছি। ঘুষের নানা শঙ্কায় চাকরির পরীক্ষা দিই। এক প্রকার জেনেই নিয়েছি ঘুষ ছাড়া চাকরি হবেনা এ জনমে। কিন্তু ঘুষ ছাড়া পুলিশে চাকরি পাওয়ায় আমাদের বাবা-মারা খুব খুশি হয়েছেন। সরকারের এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলবৃন্দ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার তার বক্তব্যে বলেন, ‘শান্তি, শৃঙ্খলা ও প্রগতির সঠিক প্রশিক্ষণ নিয়ে দেশপ্রেমে উদ্ধুব্ধ হয়ে পেশাগত দক্ষতা দেখাতে হবে। দুর্নীতি ও ঘুষমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে মানবিক মূল্যবোধ জাগাতে হবে। তাহলেই আমাদের দেশের গৌরব বিদেশে উজ্জ্বল হবে। আপনাদের আন্তরিকতা, জনগনের প্রতি ভালোবাসায় দেশে পুলিশ তাদের স্বকীয়তা বজায় রেখে স্বগৌরবে মাথা উঁচু করে থাকবে। মনে রাখতে হবে পুলিশ জনতার বন্ধু, পুলিশ জনতা ভাই ভাই।'
সংবর্ধনা অনুষ্ঠানে ওই সময় আরও ছিলেন উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত মো. কামাল উদ্দিন ও থানার অন্যান্য উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকরা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন