নুরুল আজিম ইমতিয়াজ, পৌরসভা প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর আঞ্চলিক মহাসড়কে উপজেলার জলদী মিয়ার বাজারের উত্তর পাশে বাঁশখালী সুপার সার্ভিস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়েছে। এতে ১জন যাত্রী গুরুতর আহত ও অন্তত ৭ থেকে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। মঙ্গল বার বিকেল ৫টায় প্রধান সড়ক সংলগ্ন মিয়ার বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে চট্টগ্রামগামী বাঁশখালী সুপার সার্ভিস (চট্ট-মেট্ট জ: ১১-০৮০১) যাত্রীবহরে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বিষয়টি নিশ্চিৎ হলে গাড়ীর চালকের কৌশলে মারাত্মক দূর্ঘটনার কবল থেকে বেঁচে যায় যাত্রী সাধারণ। গাড়ীর চালক মিয়ার বজার আসার পর বড় ধরনের দূর্ঘটনা থেকে বাঁচাতে কাজী মাহবুবুর রহমানের বাড়ির সামনে এসে সড়ক সংলগ্ন গাছে আটকিয়ে দেয়। গাছের সাথে ধাক্কা লেগে এতে যাত্রী সাধারন গুরতর আহত হয়।
গুরুতর আহত এক যাত্রীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা সেবা নিচ্ছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ ওয়ালী উল্লাহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙ্গে গেছে। চালকের কৌশলে মারাত্মক দূর্ঘটনার কবল থেকে বেঁচে যায় যাত্রীরা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন