ক্যাম্পাস প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার আলীম (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার সকাল ১০টায় মাদরাসার হলরুমে মাদরাসার শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক অধ্যক্ষ ও গভর্ণিংবডির সহ-সভাপতি মাওলানা মোঃ সিদ্দিক ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ এশফাকুর রহমান শওকী।
বক্তারা মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। দ্বীনি শিক্ষার কোন বিকল্প নাই বললেন তারা। উন্নত চরিত্র গঠন, আলোকিত সমাজ নির্মাণে ইসলামিক শিক্ষার প্রয়োজন, আর মাদরাসা হল দ্বীন শিক্ষার অন্যতম ক্ষেত্র। দ্বীনি শিক্ষার ব্যাপকতায় সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা কামনা করেন বক্তারা।
এসময় আরো বক্তব্য রাখেন, মুফতি এ.কে.এম হাফেজুল ইসলাম, অধ্যাপক আমীর হোসেন, অধ্যাপক এস.এ.এম. আতহার ইকবাল, মাওলানা মোঃ শহিদুল্লাহ্, মাওলানা মাহ্ফুজুর রহমান, অধ্যাপক আকতার হোসেন, সিনিয়র সসহকারী শিক্ষক মোঃ এমরান বাচ্ছু।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন