জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার গভীর রাতে দু'জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। এসময় জহিরুল ইসলাম ও মোঃ ইদ্রিস কে আটক করা হয়েছে। তারা উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১নং ওয়ার্ড এলাকার রশিদ আহমদ ও মৃত জাফর আহমদের ছেলে।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার এর নেতৃত্বে এসআই নাজমুল হক, এএসআই প্রদীপ চক্রবর্তী, এএসআই আকতার হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পালাতক ওই আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, পেনাল কোড এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম ও মুঃ ইদ্রিসের বিরোদ্ধে বাঁশখালী থানার মামলা নং-০৮(৯)৯৪, ধারা-১৪৭/ ১৪৮/ ১৪৯/৪৪৭/৩০২/ ৩২৯/ ৩৭৯/৪২০ ও মামলা নং-০৩(১২) ২০০২, ধারা-১৪৭/ ১৪৮/১৪৯/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/৩৪।
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ রেজাউল করিম মজুমদার বলেন, মঙ্গলবার গভীর রাতে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদ্বয়কে আটক করেছে পুলিশের একটি টিম। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন